ভোলাহাটে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় বুধবার সাপের কামড়ে বেলাল হোসেন (৩১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত বেলাল বজরাটেক ঈদগাহ পাড়ার মহিউদ্দীনের ছেলে।
নিহত বেলালের চাচাতো ভাই সাদ্দাম আলী জানান, সকালে বজরাটেক এলাকায় ভুট্টার ক্ষেতে মহানন্দা নদী থেকে সেচ দেয়ার সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সে মারা যায়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনা নিশ্চিত করে জানান, পারিবারিক আবেদনের প্রেক্ষিতে বেলালের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মে, ২০২২