চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩৭ বোতল বিদেশী মদ ও ২ হাজার ১৭৫টি ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল সোমবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সুজাপুর গ্রামের একটি হলুদ েেতর মধ্যে অভিযান চালায়। কোম্পানি অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চলা অভিযানে ৩৭ বোতল বিদেশী মদসহ মো. সইবুর আলী (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে। তিনি মৃত কালু মন্ডলের ছেলে।
অপরদিকে গত ৮ মে রবিবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার তন্ডিপুর গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে¡¡ চলা অভিযানে ২ হাজার ১৭৫টি ইয়াবাসহ মো. রবিউল ইসলাম বাচ্চু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাচ্চু উজিরপুর ইউনিয়নের বাবলাবনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ মে, ২০২২