চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ


মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সকল ভূমি হীন ও  গৃহহীন ১৩০ পরিবারের পুনর্বাসন করার লক্ষে বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও কর্মজীবনে ফিরিয়ে আনার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং সরকারের অতিরিক্ত সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগের উপর প্রক্ষিণ দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, আরডিসি আনিসুর রহমান।
আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় উপকারভোগীদের হাঁস মুরগী, গবাদিপশুপালন, পরিবার পরিকল্পনা পদ্ধতি, স্বাহ্যসম্মত টয়লেট স্বাপন, নিরাপদ সুপেয় পানি,  পয়ঃনিষকাশন,কিশোর কিশোরী  স্বাহ্য সচেতনতা,বাল্য বিবাহ নিরোধক সংক্রান্ত, সেলাই প্রশিক্ষন, কাগজের ঠোঙ্গা, পাঠের ব্যাগ তৈরী,বসতবাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষাবাদ করে জীবনমান উন্নত করাই মূল লক্ষ। এছাড়াও সরকারের সকল সুযোগ সুবিধায় আনার ডাটাবেজ তৈরী করা হচ্ছে জানান জেলা প্রশাসক একে এম গালিভ খান। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। অন্যদিকে জেলা প্রশাসকের  বিশেষ উদোগের মাধ্যমে প্রশিক্ষন প্রাপ্ত নারীদের উদোক্তা হিসেবে গড়ে তোলা হবে। যা দেশের এই প্রথম আশ্রয়ন প্রকল্পে ব্যতিক্রম উদোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের নাগরিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
জেলার অন্যান্য কর্মকর্তাদের উপস্হিতিতে প্রশিক্ষন প্রদান করেন সিভিল সার্জন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, পরিবাব পরিকল্পনা, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য,  উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাপাইননাবগঞ্জ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৭০৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ মে, ২০২২