ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকরি কলেজ মোড়স্থ মুজিবচত্বরের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান, জেলা আ.লীগের সদস্য ও পৌর মেয়র মখলেসুর রহমান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
সমাবেশে বক্তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে সংগঠতি ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষকে ছাত্রদলের পরিকল্পিত হামলা উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদল নেতৃবৃন্দের বিচার ও শাস্তি দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ মে, ২০২২