শিবগঞ্জে দুর্লভপুর ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দূর্লভপুর ইউপি নির্বাচন বাস্তবায়ন কমিটির আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, কৃষকলীগের সাবেক উপজেলা সভাপতি ও আদিনা কলেজের সাবেক ভিপি আল মামুন, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল আলম পলাম ও আজিজুর রহমান প্রমুখ। বক্তারা- দ্রুত দূলর্ভপুর ইউপি নির্বাচনের দাবি জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ মে, ২০২২