চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব বালক ১৭। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এসময় শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উজিরপুর ইউনিয়ন দল বনাম দাইপুকুরিয়া ইউনিয়ন দল। খেলটি গোলশুণ্য ড্র হলে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারণ হয়। এতে দাইপুকুরিয়া ইউনিয়ন ৫-৪ গোলে উজিরপুর ইউনিয়নকে পরাজিত করে।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬টি দল অংশ নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭ মে, ২০২২
শিবগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন