১৫ জুন থেকে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগননা


এবছর প্রথমবারের মত দেশব্যাপি জনশুমারি ও গৃহগননা করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এ লক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জনশুমারি ও গৃহগননা বিষয়ক জেলা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক উম্মে কুলছুম। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের জনশুমারি ও গৃহগননা করা হবে। এককাজে ৪৩ জন জোনাল অফিসারসহ মাঠ পর্যায়ে ৬৯৫ জন সুপারভাইজার ও ৪ হাজার ৭৩ জন গনাকারী দায়িত্ব পালন করবেন। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে শুমারি পরিচালনা করা হবে।
শুমারিকে সফল করতে ইতোমধ্যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে বলে সভায় জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ মে, ২০২২