চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসে কাটা পড়ে এক কৃষক নিহত


চাঁপাইনবাবগঞ্জের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় সোমবার চিত্ত মার্ডি (৩৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষক ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত চিত্ত মার্ডি  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈঠা গ্রামে মহাদেবের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে  বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সোনাতলা এলাকায় রেললাইন পারাপারের সময় চিত্ত ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন। ভোরে সে বাড়ি থেকে কৃষি জমিতে কাজ করার জন্য বের হয়েছিলেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ থেকে নিহত চিত্তর পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ মে, ২০২২