আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বেনাউল ইসলাম (নৌকা), হাবিব উল্লাহ স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বিদ্রোহী), স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) প্রার্থী সেফাউল মূলক ও রবিউল ইসলাম। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ৩ জন। এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৭ জন ও ৩ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান জানান, মনোনয়ন যাচাই-বাছাই আগামী ১৯মে, প্রার্থী প্রত্যাহার ২৬ মে ও ভোটগ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে। তবে কানসাট ইউপি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মে, ২০২২
কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৬১জনের মনোনয়ন জমা