উজানের পানিতে গোমস্তাপুরের কুজাইন বিলের ৩ হাজার বিঘা জমির ধান নিমজ্জিত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভারত সীমান্তের কুজাইন বিলে উজান থেকে হটাৎকরে ধেয়ে আসা ঢলে প্রায় ৩ হাজার বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার এই ভরা মৌসুমে ঢলের পানিতে ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রায় দেড় হাজার কৃষক।
স্থানীয়রা জানায়, গত দু’দিন ধরে ভারত থেকে উজানের পানি কুজাইন বিলে ঢোকা শুরু হয়। স্থানীয়রা পানিরোধে বাঁধ দিলে সে বাঁধ সোমবার রাতে ভেঙ্গে গেলে বির্স্তৃণ এলাকার ধানি জমি পানির নিচে তলিয়ে যায়। হটাৎ ধানি জমি তলিয়ে যাওয়ায় দিশেহার হয়ে পড়েছেন কৃষকরা। পানির নিচে তলিয়ে যাওয়া ধান নষ্ট হওয়ার আগে তা কেটে নিতে জমিতে নেমে পড়েছেন শত শত কৃষক। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন, পানি যেভাবে ঢুকছে তাতে অনেক ধান কেটে তোলা যাবেনা। নষ্ট হয়ে যাবে। এদিকে, সংলগ্ন পুনর্ভবা নদীর উপর কাঠের সেতু ডুবে যাওয়ায় কেটে নেয়া ধান ঘরে তুলতে ভোগান্তির মধ্যে পড়েছে কৃষকরা।
রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘অর্ধেকের বেশি জমির ধান কাটা শেষ হয়ে গেছিল। বাকি জমির ধান কাটা চলছিল। হঠাৎ করেই শনিবার থেকে পূর্নভবা নদীর পানি বাড়তে থাকে। একপর্যায়ে পানি পূনর্ভবার শাখা নদী জামদাড়া নালায় ঢোকে। জামদাড়া উপচে পানি কুজাইনে ঢুকে পড়ে। এতে কেটে রাখা ধানগুলো ভেসে গেছে। তবে কার কার ধান গেছে সেটা এখন বোঝার কোনো সুযোগ নেই। ধানগাছগুলোও এখন পানির নিচে।
মতিউর জানান, তার নিজেরই ২২ বিঘা জমির ধান ভেসে গেছে। মাড়াই করার জন্য ধান কেটে জমিতে রেখেছিলেন। তার মতো দেড় থেকে দুই হাজার কৃষক তিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি তি হয়েছে রোকনপুর, ইসলামগঞ্জ, চেরাডাঙ্গার কৃষকদের।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহম্মেদ সরকার জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এরমধ্যে রাধানগর ইউনিয়নেই বেশি ধান আবাদ হয়। কুজাইন বিলে প্রায় আড়াই থেকে তিন হাজার বিঘা ধান পানিতে তলিয়ে গেছে। আরো ধানি জমিতে পানি ঢুকছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ মে, ২০২২