চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ৩ ধান কাটা শ্রমিক নিহত> আহত ৮ জন
নওগাঁ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ- আমনুরা সড়কে একটি ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে।
নিহতরা হলো কালিনগর দুখুর মোড়ের ইলিয়াস হোসেনের ছেলে বুলবুল (৩৫), শিবগঞ্জে বহালাবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে মন্টু (৪০) ও সতের রশিয়ার নওসাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৩০)। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে।
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ- আমনুরা সড়কের জামতলা পাওয়েল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- আয়েস উদ্দিনের ছেলে সোহবুল ইসলাম ৫০ ভিকুর ছেলে বাশার (৩৫), মতিউর রহমানের ছেলে নাজমুল (৩৫), সফিকুল ছেলে খোকন (২৬), মাইনুলের ছেলে মিজানুর (৪০), মাইমুলের ছেলে সামসুল (২৬), মেজের আলীর ছেলে সাইদুর রহমান (৩০), নওসাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৩০)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সতের রশিয়া গ্রামে । এদের মধ্যে সাইদুর রহমান ও আসাদুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । রাজশাহী যাওয়ার পথে আসাদুজ্জামান মারা যায়।
আহত ধান কাটা শ্রমিক সোহবুল ইসলাম জানান, নওগাঁ থেকে চালক ট্রাক চালিয়ে আসলেও পথে আমনুরায় এসে চালক তার সহকারীক (হেলপারকে) ট্রাক চালাতে দেয়। দুর্ঘটনার সময় সহকারী ট্রাক চালাচ্ছিলো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, বিকেলে নওগাঁর বরেন্দ্র অঞ্চল থেকে কয়েকজন ধান কাটা শ্রমিক ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি ফিরছিলো। জামতলা পাওয়েল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এসময় ট্রাকে থাকা ধানের বস্তায় চাপা পড়েন শ্রমিকরা । এতে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতাল নেয়ার পথে আরো ২ জন মারা যায় । পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে । আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আরেক শ্রমিকের মৃত্যু হয় ।
তিনি আরো জানান, আহত ৫ জনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ২ জন শ্রমিককে প্রথামিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ মে, ২০২২