চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাটে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার আব্দুর রাকিবের স্ত্রী মাবিয়া (৭২) ও ভোলাহটের শফিকুল ইসলামের ছেলে হাসান আলী।
বৃহস্পতিবার গোমস্তাপুরের নগরপাড়া ও ভোলাহাটের বীরেশ্বরপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দিলীপ কুমার দাস জানান, দুপুরে গোমস্তাপুরের রাধানগর আক্কেলপুর সড়কের নগরপাড়ায় রাস্তা পারাপারের সময় মাবিয়াকে একটি দ্রুতগতির ধানবাহী ট্রাক্টর ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বীরেশ্বরপুর আনসার ভিডিপি ক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় হাসান আলী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
এঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, পুলিশের এই দু’ কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ মে, ২০২২
গোমস্তাপুর ও ভোলাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’ জন নিহত