চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন করাদন্ড


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মহুবুল ওরফে কালু নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত মহুবুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজউদ্দীনের ছেলে।
রায়ে আদালত ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী সরকারী কৌশলী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের তিন জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের  উপপরিদর্শক মাহবুদুল হাসান মহুবুলকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
আদালতে ৯ জনের স্যাগ্রহন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামীর অনুপস্থিতিতে রায় দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ মার্চ, ২০২২