হঠাৎ বাজার পরিদর্শন করলেন জেলা প্রশাসক গালিভ খান


রমজানে বাজার স্থিতিশীল ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।  দুপুরে  জেলা শহরের নিউমার্কেট, মুরগির বাজার, মাছ বাজার, মুদিখানা, মাংস বাজার, কাঁচাবাজার, পুরাতন বাজার, তহা বাজারসহ বিভিন্ন বিপণিবিতান মনিটর করে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নুরুল ইসলাম, আরডিসি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার শারমিন আক্তার রিমা, শাহনাজ শারমিনসহ চাঁপাইনবাবগঞ্জের ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ মার্চ, ২০২২