চাঁপাইনবাবগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মাসেদা খাতুন (২৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের সোনাপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাসেদা শিবগঞ্জের সোনাপুরের বুদ্ধর স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, মাসেদা রাস্তা পারাপারের সময় বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় মাসেদা। এ ঘটনার পর থেকেই ওই ট্রাকের চালক ও চালকের সহযোগী পলাতক রয়েছে ।
এদিকে সোমবার সকালে সদর উপজেলার লালাপাড়া মোড়ে মোটরসাইকেল আর বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ওই উপজেলার উজিরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইব্রাহীম গুরতর আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ মার্চ, ২০২২