চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ান শুটারগানসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে ৩টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ এজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কাঁঠালিয়াপাড়া মৃত আজহার আলী ছেলে জামিরুল ইসলাম (২৮)।
র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশনের পূর্ব পাশের্^ মন্ডল হোটেলের পিছনে অভিযান চালায়। এ সময় ৩টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ জামিরুলকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা  করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ এপ্রিল, ২০২২