শিবগঞ্জে ভিজিএফ’র চাল পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৪ হাজার ৩০টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সোমবার থেকে পবিত্র ঈদ-উল ফিরত উপলে ৭৪০.৩০০ মেট্রিক টন ভিজিএফ কর্মসূচির চাল ইউনিয়নে ইউনিয়নে বিতরণ শুরু হয়েছে। বিতরণকৃত চালের মধ্যে শাহাবাজপুর ইউনয়নে ৭২৭৫টি পরিবারের জন্য ৭২.৭৫ মেট্রিক টন, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫৪৬৫টি পরিবারের জন্য ৫৪.৬৫ মেট্রিক টন, মোবাকপুর ইউনিয়নে ৪১৪৫টি পরিবারের জন্য ৪১.৪৫ মেট্রিক টন, চককীর্ত্তি ইউনিয়নের ৫০৬০টি পরিবারের জন্য ৫০.৬০ মেট্রিক টন, কানসাট ইউনিয়নের ৫৪৭০টি পরিবারের জন্য ৫৪.৭০ মেট্রিক টন, শ্যামপুর ইউনিয়নে ৫৫৮০টি পরিবারের জন্য ৫৫.৮০ মেট্রিক টন, বিনোদপুর ইউনিয়নের ৫৬৭৫টি পরিবারের জন্য ৫৬.৭৫ মেট্রিক টন, মনাকষা ইউনিয়নে ৭২৭০টি পরিবারের জন্য ৭২.৭০ মেট্রিক টন, দূর্লভপুর ইউনিয়নে ৭৫৭০টি পরিবারের জন্য ৭৫.৭০ মেট্রিক টন, উজিরপুর ইউনিয়নে ১৩১৫টি পরিবারের জন্য ১৩.১৫ মেট্রিক টন, পাঁকা ইউনিয়নে ২৯৮০টি পরিবারের জন্য ২৯.৮০ মেট্রিক টন, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২৩১০টি পরিবারে জন্য ২৩.১০ মেট্রিক টন, ধাইনগর ইউনিয়নে ৫৩৬০টি পরিবারের জন্য ৫৩.৬০ মেট্র্রিক টন, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫৭৬৫টি পরিবারের জন্য ৫৭.৬৫ মেট্রিক টন ও ছত্রাজিতপুর ইউনিয়নে ২৭৯০টি পরিবারের জন্য ২৭.৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা বর্তমানে বিভিন্ন ইউনিয়নে পর্যায়ে বিতরণ করা হচ্ছে। শিবগঞ্জ উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার অসহায়দের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল সঠিকভাবে বিতরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের ট্যাগ অফিসারকে উপস্থিত থেকে চাল বিতরণ করতে বলা হয়েছে। তিনি আরো বলেন ২৫ শে এপ্রিল এর মধ্যেই সমস্ত ইউনিয়নে চাল বিতরণ কর্মসূচি শেষ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ এপ্রিল, ২০২২