চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক স্যার


চাঁপাইনবাবগঞ্জে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লে সদর উপজেলায় তালিকাভুক্ত ৩ হাজার ৫০০ জন ুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যের বীজ ও রাসায়নিক স্যার। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে শাহজাহানপুর ও চর অনুপনগর ইউনিয়নের কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এ সময় উপস্থিক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভাসহ উপজেলা কৃষি অফিসের অন্য কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সাড়ে ৩ হাজার ুদ্র ও প্রান্তিক কৃষক সরকারের বিনামূল্যে রাসায়নিক সার ও উফশী জাতের আউশ ধান বীজ পাবেন। প্রতিজন কৃষক প্রতি বিঘা জমিতে আবাদের জন্য পাবেন ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ২টি করে ইউনিয়নের কৃষক তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ এপ্রিল, ২০২২