চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র রাখার দায়ে একজন আটক


চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র রাখার দায়ে হায়াত মাহমুদ (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক হায়াত মাহমুদ নওগাঁর হাট শিবপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা চলাকালীন সময় গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্বরত চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রট চন্দন কর জানান, সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে হায়াত কে আটক করে বিশেষ গোয়েন্দা বাহিনী। এ সময় গোয়েন্দা বাহিনীর সদস্যরা তার ফোনের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বিষয়ক কিছু সন্দেহজনক লিখা দেখতে পায়। তবে তার হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি। হায়াতের সাথে প্রশ্নফাঁসের একটি সিন্ডিকেট চক্র থাকতে পাবে বলে ধারণা করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রট।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, এঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ এপ্রিল, ২০২২