বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম।
গোবরাতলা ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাসেম আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আ.ক.ম সায়েদুল আলম বিশ্বাস পলাশ, জেলা তাঁতীদলের আহ্বায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, ছাত্রনেতা আওয়াল আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ এপ্রিল, ২০২২
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল