জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের ঝিলিম ইউপির বিভিন্ন গ্রামের নারী কৃষি শ্রমিককে মঙ্গলবার ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ - আমনূরা সড়কের পাশে জামতারায় মনামিনা কৃষি খামারে নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা' ২০ জন নারীকে শাড়ি ও মনামিনা কৃষি খামারের প থেকে সেমাই-চিনিসহ ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। উপহার পাওয়া নারীদের অধিকাংশই বিধবা।
উপহার সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাগো নারী বহ্নিশিখা, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, উপদেষ্টা আনোয়ার হোসেন, মনামিনা কৃষি খামারের ফলচাষি মতিউর রহমান, সমাজসেবী জহিরুল ইসলাম, সায়েরা বেগম প্রমূখ।

এর আগে জাগো নারী বহ্নিশিখা শহরের আরও ২৪ জন দুস্থ নারীকে শাড়ি দিয়েছেন ঈদ উপহার হিসেবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ এপ্রিল, ২০২২