প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৫৪৬ পরিবার


প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৫৪৬ পরিবার। চাঁপাইনবাবগঞ্জর ৫ উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আরো ৫৪৬টি গৃহ  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।  মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘরগুলো প্রদান করা হয়।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭১টি, শিবগঞ্জ উপজেলায় ১১৬টি, গোমস্তাপুর উপজেলা ৬৩টি, নাচোল উপজেলায় ২১৬টি এবং ভোলাহাট উপজেলায় ১৫০টি গৃহ রয়েছে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। উপকারভোগীদের মাঝে বক্তব্য দেন, সেলিম রেজা ও ছবি খাতুন।
অনুষ্ঠানে উপজেলা ভুমি উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫ উপজেলায় ৩য় পর্যায়ে মোট ৫৪৬টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিলসহ মালিকানা হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ এপ্রিল, ২০২২