চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে রিয়া খাতুন (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ৩ ঘন্টা পর নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গায় গোয়ালডুবি এলাকায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়। রিয়া একই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অধীনস্থ চরবাগডাঙ্গা বিটপুলিশের অফিসার আশীষ সরকার জানান, মঙ্গলবার দুপুরে গোয়ালডুবি স্কুলপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসলে নামে রিয়া। একপর্যায়ে সে ডুবে যায়। স্থানীয়রা সন্ধান চালিয়েও তাকে পাওয়া না গেলে রাজশাহীর ডুবরিদল দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ডুবুরি দল রিয়ার মরদেহ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ এপ্রিল, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে কিশোরীর মৃত্যু