রহনপুরে বিদেশী পিস্তুল ওয়ান শুটারগানসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলষ্টেশন নুনগোলা কেডিসি এলাকা থেকে সোমবার রাতে ১ টি বিদেশী পিস্তুল, ২টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে রহনপুরের নুনগোলা এলাকার জুয়েলের ছেলে সেলিম (৫০)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পূর্ণভবা নদীর দক্ষিণ পাড়ে জনৈক আব্দুস সাত্তারের  বসতঘরের ভিতরে অভিযান চালায়। পরে ১ টি বিদেশী পিস্তুল, ২টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ সেলিমকে আটক করা হয়।  
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ এপ্রিল, ২০২২