চাঁপাইনবাবগঞ্জে বালি ভর্তি একটি ট্রাক্টার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রায়হান (২২) নামে এক চালক গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছে। নিহত রায়হান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সতের রশিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের মিয়াপাড়া ঈদগাহের কাছে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সকাল ৮টার দিকে বালু ভর্তি ট্রাক্টর নিয়ে পদ্মা নদীর ৬ নং বাঁধ হতে ঘোড়াস্টান্ড যাওয়ার পথে রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মিয়াপাড়া ঈদগাহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ এপ্রিল, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টার উল্টে চালক নিহত