পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে ভাসমান অবস্থায় আব্দুল্লাহ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আব্দুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুটি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
রোববার সকাল ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, গত শনিবার দুপুরে বাড়ির পাশে কয়েকজনের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয় লোকজন পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ এপ্রিল, ২০২২