নাচোলে পর্নোগ্রাফি ভিডিও সংরণ ও বিক্রয় করার দায়ে ৫ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও সংরণ ও অর্থের বিনিময়ে সরবরাহ করার দায়ে ৫ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে তুষার আলী (২৮), নিজাম উদ্দিনের ছেলে রতন (২২), মৃত খবির উদ্দিনের ছেলে রুবেল (৩৫), মজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৪), শাহাবুদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদ (৩০)।
রবিবার রাতে নাচোল উপজেলার রাজাবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নাচোল উপজেলার রাজাবাড়ি বাজারে অভিযান চালায়। এ সময় পর্নোগ্রাফি ভিডিও সংরণ এবং অর্থের বিনিময়ে গ্রামের যুবক ও স্কুল-কলেজের শিার্থীদের নিকট সরবরাহ করার দায়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ০৫টি কম্পিউটার মনিটর, ০৫টি সিপিইউ, সমান সংখ্যক হার্ডডিক্স, ১৫টি কম্পিউটার ক্যাবল ও অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও কিপ জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনববাগঞ্জ জেলার নাচোল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ এপ্রিল, ২০২২