চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।  বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও  জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। র‌্যালিতে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা প্রশাসকের সম্মেলনকে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপক্ষলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে পালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ এপ্রিল, ২০২২