চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের টেনিস ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হেসেন মোল্লা, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সামাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইফতার-পূর্ব পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ এপ্রিল, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের দোয়া মাহফিল ও ইফতার