চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শিয়ালমারা ও আজমতপুর সীমান্তে মঙ্গলবার রাতে বিজিজি’র পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে শিয়ালমারা বিওপির সুবেদার সাহিনুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় শিয়ালমারা আম বাগান নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ২হাজার ৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে আজমতপুর বিওপির নায়েক  আশরাফুল আলমের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া আম বাগান নামক স্থানে ৪ জন চোরাকারবারীকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ১৬৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ দুই ঘটনার জব্দকৃত ফেন্সিডিল ও ইয়াবার ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ এপ্রিল, ২০২২