নাচোলে আগুনে পুড়ে মরলো ২৭ টি গরু


চাঁপাইনবাবগঞ্জে  মশা তাড়ানোর আগুনের ধোয়া থেকে একটি খামারে পুড়ে মরলো ২৭ টি গরু। বৃহস্পতিবার সন্ধায় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলহাজ্ব সলেমান আলী’র খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে রাতেই স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধায় খামারে মশা তাড়ানোর জন্য চারায় আগুন জালিয়ে ধোয়া দিয়ে বাইরে চলে যায়।  বৈদ্যিতিক পাখা ঘুরার কারণে ওই চারায় থাকা আগুনের ফুলকিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরে বৈদ্যুতিক তারে আগুন লাগলে গোটা খামারে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় খামারে থাকা ২৭ গরু পুড়ে মারা যায়।
নাচোলের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ( ভারপাপ্ত) ইব্রাহীম আলী জানান, আগুন লাগিয়ে মশা তাড়ানোর জন্য ধোয়া করা হয়। সেখান থেকেই আগুনের সুত্রপাত ঘটে। ওই খামারে থাকা ২৭ গরুর গুলোর মূল্য আনুমানিক ২৭ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২২২