শিবগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নামো চকপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২ হাজার ৭শ’ ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র এক প্রেসনোটে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চাকপাড়া বিওপির নায়েব সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামো চকপাড়া নামক স্থানে ১জন চোরাকারবারীকে দেখতে পায়। টহল দল তাকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা আনুমানিক মূল্য-৮ লাখ ৩১ হাজার টাকা।
এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ মার্চ, ২০২২