চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির সুবেদার মোঃ সাহিনুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা আমবাগান নামক স্থানে ৪ জন চোরাকারবারীকে দেখতে পায়। টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতে দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ভারতীয় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার কটে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ মার্চ, ২০২২
শিবগঞ্জ সীমান্তে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার