চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফয়সাল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু পার্শ্ববর্তী পোল্লাডাঙ্গা মহল্লার আমিনুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে আরামবাগ বড় পুকুরে ফয়সালের মা কাপড় কাচছিলেন। এসময় ফয়সাল ওই পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে ফয়সাল ডুবে যায়। তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তার ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মার্চ, ২০২২