চাঁপাইনবাবগঞ্জে টাইমস্কেল মঞ্জুরীর দাবিতে প্রাথমিক প্রধান শিকদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জে ১ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকরা। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাইমস্কেল বঞ্চিত প্রধান শিকবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বান্যারে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুল হামিদ, বিউগল বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক গোলাম ফারুক আহমদ, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মাহবুবুল হক, নবাবগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকা শামীমা সুলতানা, চরজত-প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা হামিদা খাতুন, শংকরবাটি ২নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক জয়নাল আবেদীন, চরমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুস শুকুর, আটরোশিয়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকদের গত ২০১৪ সালের মার্চের ৯ তারিখ থেকে ২০১৫ সালের ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত টাইমস্কেল মঞ্জুরী প্রদানের বিষয়ে নির্দেশনা দেয় জন প্রশাসন মন্ত্রনালয়। এ ঘটনায় দুইটি প্রত্র জারি হলেও বিভাগীয় উপ-পরিচালক তা বাস্তবায়ন করেনি। টাইমস্কেল মঞ্জুরী প্রদানের দাবি জানান।
মানববন্ধন শেষে প্রধান শিকরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ মার্চ, ২০২২