উগ্রবাদ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পাঁচদিনের সেমিনার সম্পন্ন


চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে পাঁচদিন ব্যাপী সেমিনার শেষ হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
শহরের নবাবগঞ্জ কাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ কলেজের অধ্য প্রফেসর ড. শংকর কুমার কুন্ড। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের প্রভাষক মোয়াজেম্ম হোসেন চন্দন। স্বাগত বক্তব্য দেন এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম।
বক্তারা উগ্রবাদ সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ মার্চ, ২০২২