চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ৪ লেনের দাবিতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ৪ লেনের দাবিতে কানসাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কানসাট গোপালনগর মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলাম, প্রভাষক সফিকুল ইসলাম, আলমগীর জয়, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রজব আলী, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রায়হান আলী, ক্রিয়া ব্যক্তিত্ব মিজানুর রহমান।
বক্তারা বলেন- চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়ে। এতে কোন ভাবেই মৃত্যুর মিছিল থামছে না। ফলে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক উন্নতিকরণের দাবি জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২২