শিবগঞ্জে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস পালন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শিবগঞ্জ থানা, শেখ রাসেল শিশু প্রশিণ ও পুনর্বাসন কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ কলেজ ও প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থাসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু এবং শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মার্চ, ২০২২