জেলায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুক্রবার যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন অন্যান্য কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
এদিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, কৃষি অনুষদের প্রধান ড. আশরাফুল আরিফ ও কৃষি অনুষদের প্রভাষক মুজিবুর রহমান খান।
সভায়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ভয়াবহ চিত্র সবার সামনে তুলে ধরে বলেন, এই কালরাতে আমরা অনেক বুদ্ধিজীবীকে হারিয়েছি। সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য আহ্বান জানানো হয়।
শিবগঞ্জ 


শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের আহম্মেদ।
পরে জেলার প্রধান গণকবর সোনামসজিদ বালিয়াদীঘি গণকবরে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও মোশারফ হোসেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
গোমস্তাপুর
 যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে বধ্যভূমিতে মাল্যদান, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। এতে বক্তব্য দেনÑ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২২