গণহত্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ গণকবরে শহীদের স্মরণে হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোক প্রজ্জ্বলন ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও প্রশিক্ষা মানবিক উন্নয়ন সোসাইটির জোনাল ম্যানেজার সঞ্জিব চৌধুরী। এছাড়া বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২২
গণহত্যা দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্জ্বলন