শহীদদের স্মরণে ছাত্রলীগ ও যুব মহিলা লীগের মোমবাতি প্রজ্বলন


চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন করেছে জেলা ছাত্রলীগ ও জেলা যুব মহিলা লীগ।
শুক্রবার রাতে পৃথক পৃথক ভাবে ছাত্রলীগ ও যুব মহিলা লীগ জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে।
এদিকে কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রাতে শহরের আলোর মিছিল বের করে।


এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক সান্তনা হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা ও সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ।
শেষ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ, ২০২২