সাংবাদিক নাসিম মাহমুদের মা মারা গেছেন


চাঁপাইনবাবগঞ্জের এটিএন বাংলার সাংবদিক নাসিম মাহমুদের মা দিলিরা বেগম মারা গেছে। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন) মঙ্গলবার সন্ধা ৬ টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুর মোড়ের বাস ভবনে তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স ছিল প্রায় ৮৫ বছর।
সাংবাদিক নাসিম জানান, আমার মা বার্ধক্যজনীত কারণে নিজ বাড়িতে মারা যান। তার সাংসারিক জীবনে এক ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলা শহরের ফকির পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেলা সাড়ে ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে ফকির পাড়া গোরস্থানে তাকেঁ দাফন করা হবে।
সাংবাদিক নাসিমের মায়ের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি মাহবুবুল আলম ও সাধারর সম্পাদক শহীদুল হুদা অলকসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জানুয়ারি, ২০২২

,