ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে সব কার্যক্রম।
বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ। তিনি জানান, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলে সেই দেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের পত্রের প্রেেিত একদিনের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পানামার অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জানুয়ারি,২০২২
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্ততানি বন্ধ