চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ। নতুন করে ৩১ জন আক্রান্তে মধ্যে বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এই ৩১ জনের মধ্যে ১৯ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ জানান, বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪২ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স ৪৭ জনের ৩জন, ভোলাহাট উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স ১ জনের শনাক্ত হয়েছে। এ ছাড়া সদরের ম্যাক্স হাসপাতালে ১০ জনের ৭ জন, পদ্মা হাসপাতালে ৮ জনে ১ জন এবং ব্র্যাকে ৫ জনে ৩ জন শনাক্ত হন।
তিনি আরো জানান, জেলায় বর্তমানে রোগী সংখ্যা ১৭৫ জন। তবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৫ জন রোগী ভর্তি হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জানুয়ারি, ২০২২
নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ৩১ জনের করোনা শনাক্ত