মহানন্দা বাসষ্ট্যান্ড থেকে মাদক সেবনের দায়ে ১১ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মাদক সেবনের দায়ে ১১জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে জালমাছমারী গ্রামের আব্দুল মালেক (৩০), লয়ালাভাঙ্গা গ্রামের ভিু আলী (৩০), একই এলাকার জামিরুল (৩০), শহরের পিটিআই মাস্টার পাড়ার সোলেমান আতাউর (৩২), শিবতলা গ্রামের খালিদুর রহমান(২১),আকাশ আলী (২০), পলশা গ্রামের জাহিদ হোসেন শরীফ (৪১),বারঘরিয়া এলাকার পার্থ প্রিয়ম পাল (২২), মহারাজপুর এলাকার নাজিউরর হমান (২১),পিরোজপুর জেলার মুরিয়া গ্রামের প্রদিপ কুমার দাস (৩১) ও পাবনা জেলার ভেলুপাড়ার ইকরাম মন্ডল (৪০)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল  চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসষ্ট্যান্ডের পাশের একটি ফাঁকা গোডাউনের মধ্যে অভিযান চালায়। এ সময়  মাদকসেবনরত অবস্থায় ১১ জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জানুয়ারি, ২০২২