শিবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকার একটি আম বাগান থেকে সোমবার রাতে ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৯ বিজিবির এক প্রেসনোটে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৩-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী আম বাগান নামক স্থান অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, গুলি এবং ম্যাগাজিন এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জানুয়ারি, ২০২২