শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান শপথ নিয়েছেন। রবিবার বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর নিজ দপ্তরে এই শপথবাক্য পাঠ করান। একই সাথে পৌরসভার নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা শপথ নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার শাখার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরকারের যুগ্ম সচিব মো. জিয়াউল হক,  উপপরিচালক সরকারের উপসচিব ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোখলেসুর রহমান, ১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মোসা. নাজনীন ফাতেমা, ২নং সংরক্ষিত ওয়ার্ডে মোসা. কারিমা আখতার বানু, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে নাজনীন নাহার, ৪নং সংরক্ষিত ওয়ার্ডে শাকেরা খাতুন, ৫নং সংরক্ষিত ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হন।
অপরদিকে ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন ইফতিখার আহমেদ, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান, ৩নং ওয়ার্ডে রাজু আহমেদ, ৪নং ওয়ার্ডে কামাল আহমেদ রাজু, ৫নং ওয়ার্ডে আব্দুল গনি, ৬নং ওয়ার্ডে সালেহ উদ্দীন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ, ৮নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডে শামসুজ্জোহা, ১০নং ওয়ার্ডে তোহরুল ইসলাম, ১১নং ওয়ার্ডে আবদুল হাই, ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইব্রাহিম আলী, ১৩নং ওয়ার্ডে আব্দুল খালেক, ১৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দুলাল আলী এবং ১৫নং ওয়ার্ডে বতর্মান কাউন্সিলর মাসুদুল হক নিখিল নির্বাচিত হন।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ ডিসেম্বর, ২০২১