নাচোল ও ভোলাহাটের ৮ টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ চলছে গণনা


৪র্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ চলছে গণনা। দুই একটি ঘটনা ছাড়া কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত । সকাল থেকে নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ব্যাপক সংখ্যক নারী পুরুষ ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
দুটি উপজেলার এ নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান, সংরতি নারী সদস্য পদে ১১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৮টি ইউনিয়নে ১ লাখ ৭৯ হাজার ২৪ জন ভোটার ৯১ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এরপাশাপাশি বিজিবি সদস্যসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ ডিসেম্বর, ২০২১