ভোলাহাটে দু' সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাত জন আহত> চার কেন্দ্রের ভোট বাতিল


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও সংঘাতের কারণে দলদলী ও গোহালবাড়ি ইউনিয়নের চারটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোট গ্রহণকালে গোহালবাড়ি ইউনিয়নের খালেআলমপুর কেন্দ্রে দু' সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাত জন আহত হয়। এই কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিপে করে। বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, ওই কেন্দ্রে দৃর্বৃত্তদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ ডিসেম্বর, ২০২১

,