নাচোলের চার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি


চতুর্থ ধাপে অনুষ্টিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিএনপির। অপরজন জামায়াতের।
রোববার রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রোকাব আলীসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ১নং কসবা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীকের) জাকারিয়া আল মেহরাব ১১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৭৭ ভোট। ২নং ফতেপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীকের) সাদির আহম্মেদ ৭ হাজার ২শ’ ৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৬ হাজার ৮শ’ ২৩ ভোট। এই ইউনিয়নে নৌকা প্রার্থী ইসমাইল হক পেয়েছেন ৬ হাজার ৪শ’ ৫১ ভোট। ৩নং নাচোল ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীকের) সফিকুল ইসলাম ৯ হাজার ১শ’ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেশবাহুল গনি পেয়েছেন ৭ হাজার ৮শ’ ৬৩ ভোট। এই ইউনিয়নে নৌকা প্রার্থী কাবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট। ৪নং নেজামপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল প্রতীকের) আমিনুল হক  ৬ হাজার ৩শ’ ০২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন ৬ হাজার ১শ’ ১৫ ভোট। এই ইউনিয়নে নৌকা প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৪ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ ডিসেম্বর, ২০২১

,